সুন্নাহ সহকারে নামাজ পরার নিয়ম
সুন্নাহ সহকারে নামাজ পরার নিয়মঃ ১ম>কেবলা মুখি হয়ে দাড়্রিয়ে যেতে হবে। দুই কাধ সোজা ও মাথা সোজা রেখে দাড়িয়ে যেতে হবে। দাঁড়ানোর সময় দই পায়ের মাঝে ৪ আঙ্গল ফাক রাখলে ভাল।আর পা দুটি কেবলার দিকে সজা করে রাখতে হবে।
২য়> তাকবিরে তাহরিমা বা আল্লাহু আকবার বলার সময় দুই হাত কানের লতি বরাবর নিয়ে যেতে হবে এ সময় খেয়াল রাখতে হবে কাধ বা মাথা সামনের দিকে না ঝকে যায় । হাত যতদুর সম্ভব নাভীর নিচে ছেলেদের ও মেয়েদের বুকের উপর বাধতে হবে।
৩য়>তারপর আপনার নজর আপনার সেজদার স্থানে থাকবে।
৪র্থ> রুকু করতে হবে । রুকু করার সময় আমাদের মাথা পিঠ ঘার একদম সোজা রাখতে হবেঈ { রুকুতে সোবহানা রাব্বিয়াল আজিম } ৩/৫/৭ বার। সামিয়াল্লাহু লিমান হামিদা তারপর মনে মনে রাব্বানা লাকাল হামদ।
৫ম>আল্লহু আকবার বলে সেজদায় যেতে হবে। প্রথমে ২ হাত সোজা করে তারপর কপাল তারপর নাক যাবে দই হাতের মাঝখানে আমন ফাকা রাখতে হবে যাতে মুখ হাতের সাথে লেগে না যায় । সেজদা থেকে প্রথমে আবার কপাল তারপর নাক তারপর হাত উঠবে । এক পা খাড়া করে আরেক পা ভাজ করে বসতে হবে। {সেজদায় সোবহানা রাব্বিয়াল আলা পরতে হবে} ৩/৫/৭ বার।
৬ষ্ঠ> তারপর নিজের কোছার অর্থাৎ একেবারে নিচের দিকে লক্ষ্য রেখে আত্তাহিয়াতু , ্দরুদ শরিফ, দুয়া মাশুরা পাঠ করতে হবে। তারপর একবার ডানে কাধের দিকে তাকিয়ে সালাম ফেরাতে হবে তারপর মাঝে একটু থেমে আবার বাম কাধের দিকে তাকিয়ে সালাম ফেরাতে হবে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url