সুন্নাহ সহকারে নামাজ পরার নিয়ম

 সুন্নাহ সহকারে নামাজ পরার নিয়মঃ ১ম>কেবলা মুখি হয়ে দাড়্রিয়ে যেতে হবে। দুই কাধ সোজা ও মাথা সোজা রেখে দাড়িয়ে যেতে হবে।  দাঁড়ানোর সময় দই পায়ের মাঝে ৪ আঙ্গল ফাক রাখলে ভাল।আর পা দুটি কেবলার দিকে সজা করে রাখতে হবে।

২য়> তাকবিরে তাহরিমা বা আল্লাহু আকবার বলার সময় দুই হাত কানের লতি বরাবর নিয়ে যেতে হবে এ সময় খেয়াল রাখতে হবে কাধ বা মাথা সামনের দিকে না ঝকে যায় । হাত যতদুর সম্ভব নাভীর নিচে ছেলেদের ও মেয়েদের বুকের উপর বাধতে হবে।

৩য়>তারপর আপনার নজর আপনার সেজদার স্থানে  থাকবে।

৪র্থ> রুকু করতে হবে । রুকু করার সময় আমাদের মাথা পিঠ ঘার একদম সোজা রাখতে হবেঈ  { রুকুতে সোবহানা রাব্বিয়াল আজিম } ৩/৫/৭ বার। সামিয়াল্লাহু লিমান হামিদা তারপর মনে মনে রাব্বানা লাকাল হামদ।

৫ম>আল্লহু আকবার বলে সেজদায় যেতে হবে। প্রথমে ২ হাত সোজা করে তারপর কপাল তারপর নাক যাবে দই হাতের মাঝখানে আমন ফাকা রাখতে হবে যাতে মুখ হাতের সাথে লেগে না যায় । সেজদা থেকে প্রথমে আবার কপাল তারপর নাক তারপর হাত উঠবে । এক পা খাড়া করে আরেক পা ভাজ করে বসতে হবে। {সেজদায় সোবহানা রাব্বিয়াল আলা পরতে হবে}  ৩/৫/৭ বার।

৬ষ্ঠ> তারপর নিজের কোছার অর্থাৎ একেবারে নিচের দিকে লক্ষ্য রেখে আত্তাহিয়াতু , ্দরুদ শরিফ, দুয়া মাশুরা পাঠ করতে হবে। তারপর একবার ডানে কাধের দিকে তাকিয়ে সালাম ফেরাতে হবে তারপর মাঝে একটু থেমে আবার বাম কাধের দিকে তাকিয়ে সালাম ফেরাতে হবে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url